পুঁজিবাজার চাঙ্গা করা ১০ কোম্পানির লেনদেন ৩৮৩ কোটি

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ আগস্ট ২০২১, ২০:৫৬

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার পুঁজিবাজারে চাঙ্গাভাব অব্যাহত রয়েছে। আজ উভয় পুঁজিবাজারের সব সূচক বেড়েছে। বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। এদিন ১০ কোম্পানির উপর ভর করে উভয় বাজারে চাঙ্গাভাব অব্যাহত থাকতে দেখা গেছে। ডিএসইর ব্রড ইনডেক্স ৬০ পয়েন্টের মধ্যে ৪০ পয়েন্টই এই দশ কোম্পানি অবদান। ডিএসইর ব্রড ইনডেক্সে ৪০ পয়েন্ট অবদান রাখা এই দশ কোম্পানি আজ মোট লেনদেন করেছে ৩৮৩ কোটি টাকা।

কোম্পানিগুলো হলো- ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, স্কয়ার ফার্মা, বেক্সিমকো, গ্রামীণ ফোন, বেক্সিমকো ফার্মা, জিপিএইচ ইস্পাত, তিতাশ গ্যাস, ডেল্টা লাইফ, ওরিয়ন ফার্মাসিটিক্যালস ও একমি ল্যাবরেটরিজ লিমিটেড।

জানা যায়, আজ ইনডেক্সে সবচেয়ে বেশি অবদান রেখেছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। কোম্পানিটি আজ সাত কোটি ৪৬ লাখ ২১ হাজার টাকার বিনিময়ে লেনদেন করেছে ২ লাখ ৬২ হাজার ৩৮৪টি শেয়ার। ডিএসইর প্রধান সূচকে আজ কোম্পানিটির অবদান ৭.৫৮ পয়েন্ট। আজ কোম্পানিটির দর ২.২১ শতাংশ বৃদ্ধি পাওয়ায় ডিএসইএক্সে শীর্ষ অবদান রেখেছে।

ডিএসই সূচকে অবদান রাখা দ্বিতীয় কোম্পানি হলো স্কয়ার ফার্মা। কোম্পানিটি আজ ২০ কোটি ১০ লাখ ৩১ হাজার টাকার বিনিময়ে লেনদেন করেছে ৮ লাখ ৯২ হাজার ২৮০টি শেয়ার। আজ কোম্পানিটির দর ১.৭৫ শতাংশ বৃদ্ধিপাওয়ায় ডিএসই ইনডেক্সে অবদান রেখেছে ৭.২৯ পয়েন্ট।

আজ সূচকে অবদান রাখা তৃতীয় কোম্পানি হলো বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটি আজ ১২৮ কোটি ৯৬ লাখ ১৯ হাজার টাকার বিনিময়ে লেনদেন করেছে ১ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৭০১টি শেয়ার। আজ কোম্পানিটির শেয়ার দর ২.৮৭ শতাংশ বৃদ্ধি পাওয়ায় ডিএসইর সূচকে অবদান রেখেছে ৪.৯৯ পয়েন্ট।

আজ গ্রামীণ ফোনের দর বেড়েছে ০.৩৫ শতাংশ। কোম্পানিটি আজ ১৮ কোটি ৮৯ লাখ ৮৬ হাজার টাকার বিনিময়ে লেনদেন করেছে ৫ লাখ ১১ হাজার ৪২৫টি শেয়ার। এরফলে কোম্পানিটি ডিএসই সূচকে অবদান রেখেছে ৩.৭০ শতাংশ।

বেক্সিমকো ফার্মাসিটিক্যালসের শেয়ার দর ২.১০ শতাংশ বাড়াতে কোম্পানিটি ডিএসই সূচকে অবদান রেখেছে ৩.৬৭ পয়েন্ট। কোম্পানিটি আজ ৩৪ কোটি ৬ লাখ ২৫ হাজার টাকার বিনিময়ে লেনদেন করেছে ১৭ লাখ ৯৭ হাজার ৪৭৪টি শেয়ার।

আজ জিপিএইচ ইস্পাতের দর বেড়েছে ৮.৫০ শতাংশ। কোম্পানিটি আজ ৬১ কোটি ৯২ লাখ ৫৫ হাজার টাকার বিনিময়ে লেনদেন করেছে এক কোটি ২০ লাখ ৭৪ হাজার ২৬১টি শেয়ার। এরফলে কোম্পানিটি ডিএসই সূচকে অবদান রেখেছে ৩.৫২শতাংশ।

তিতাস গ্যাসের শেয়ার দর বেড়েছে ৪.০৪ শতাংশ। কোম্পানিটি আজ ৮ কোটি ৩৮ লাখ ২৭ হাজার টাকার বিনিময়ে লেনদেন করেছে ২০ লাখ ৫৮ হাজার ৩২৩টি শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বাড়াতে ডিএসই সূচকে এর অবদান বেড়েছে ৩.৩৪ পয়েন্ট।

আজ ওরিয়ন ফার্মাসিটিক্যালস লিমিটেডের দর বেড়েছে ৬.৯০ শতাংশ। কোম্পানিটি আজ ৭৫ কোটি ১ লাখ ২৬ হাজার টাকার বিনিময়ে লেনদেন করেছে ১ কোটি ১২ লাখ ৬৪ হাজার ৯২৮টি শেয়ার। এরফলে কোম্পানিটি ডিএসই সূচকে অবদান রেখেছে ২.১৭ শতাংশ।

একইভাবে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৫.৭২ শতাংশ । কোম্পানিটি আজ ১৮ কোটি ৯৫ লাখ ৬১ হাজার টাকার বিনিময়ে লেনদেন করেছে ১৩ লাখ ১১ হাজার ৪টি শেয়ার। দর বৃদ্ধির ফলে ডিএসই সূচেক কোম্পানি দুটির অবদান রয়েছে ৫.৭২ শতাংশ।

এবং একমি ল্যাবরেটরিজের শেয়ার দর বেড়েছে ৪.৪৩ শতাংশ। কোম্পানিটি আজ ৯ কোটি ৫০ লাখ ৯৭ হাজার টাকার বিনিময়ে লেনদেন করেছে ১১ লাখ ৯৮ হাজার ৩১১টি শেয়ার। দর বৃদ্ধির ফলে ডিএসই সূচেক কোম্পানি দুটির অবদান রয়েছে ৪.৪৩ শতাংশ।

(ঢাকাটাইমস/৫আগস্ট/এসআই)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

নিজ নেতৃত্বগুণে বঙ্গবন্ধু হয়ে উঠেছিলেন বিশ্ববরেণ্য নেতা: ড. মশিউর রহমান

ওয়ালটন ফ্রিজ কিনে ৩২তম মিলিয়নিয়ার হলেন কুমিল্লার ভ্যানচালক হুমায়ুন 

এবার মিরপুরে ৫৯৫ টাকায় গরুর মাংস

আয়ারল্যান্ডকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেবে বাংলাদেশ: সালমান এফ রহমান

বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের মধ্যে ক্রেডিট গ্যারান্টি বিষয়ে চুক্তি

এনসিসি ব্যাংক পিএলসি. এবং একপে এর মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক চুক্তি 

নগদ লেনদেনে এবার জমি জেতার সুযোগ

মার্কেন্টাইল ব্যাংকে আর্থিক সাক্ষরতা দিবস উদযাপন

বিপণন কর্মকর্তাদের নিয়ে হামদর্দের জুম মিটিং অনুষ্ঠিত

জাতীয় শিশু দিবসে কমিউনিটি ব্যাংকের আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

এই বিভাগের সব খবর

শিরোনাম :