নেত্রকোণায় বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ আগস্ট ২০২১, ২১:১৮

শোকের মাস আগস্টে নেত্রকোণা দত্ত উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের ঐতিহ্যবাহী দত্ত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মো. বীর মুক্তিযোদ্ধা সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনার সভাপতিত্বে অনুষ্ঠানে‌ প্রধান অতিথির বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম শাহজাহান কবীর সাজু, জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক দীপক গুপ্ত, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আউয়াল শাওনসহ বিদ্যালয়ের সব শিক্ষক উপস্থিত ছিলেন।

আশরাফ আলী খান বলেন, ১৯৭১ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে ঘাতকরা। এই কলঙ্কময় দিনের স্মৃতি ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সব ঘটনার চিত্র নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই বিদ্যালয় প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু ম্যুরাল স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। দীর্ঘদিন পরে হলেও এমন উদ্যোগ নেয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।

পরে বিদ্যালয় হল রুমে সব শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে আলোচনা সভা হয়।

(ঢাকাটাইমস/৫আগস্ট/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :