ডাকের রেকর্ডে ধোনিকে ছাড়িয়ে গেলেন কোহলি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ আগস্ট ২০২১, ২৩:৪৮ | প্রকাশিত : ০৫ আগস্ট ২০২১, ২৩:০৫

ট্রেন্ট ব্রিজে অনুষ্ঠিত পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ব্যাট হাতে খেলতে নেমে প্রথম বলেই কট বিহাইন্ড হন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। আর তাতেই এক লজ্জার রেকর্ড গড়েন তিনি। ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্টে সর্বোচ্চবার শূন্যরানে আউট হওয়ার রেকর্ড গড়েছেন কোহলি।

টেস্ট ক্যারিয়ারে এটি কোহলির ১৩তম শূন্যরানেই ইনিংস। আর ভারতীয় অধিনায়ক হিসেবে নবম। এতে বিব্রতকর রেকর্ডটি থেকে মুক্তি পেয়েছেন মাহেন্দ্র সিং ধোনি। ধোনি দলনেতা হিসেবে টেস্টে আটবার শূন্যতে আউট হয়েছেন।

এছাড়া সাবেক অধিনায়ক মনসুর আলি খান পতৌদির এই অভিজ্ঞতা আছে ৭ বার এবং কপিল দেবের ৬ বার।

টেস্টসহ ক্রিকেটের তিন সংস্করণেই সর্বোচ্চ শূন্যরানে আউট হওয়ার রেকর্ডটির মালিকও কোহলি। ভারতের অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এ নিয়ে ১৫ বার শূন্য রানে আউট হলেন তিনি। আগেই ছাড়িয়ে গেছেন সৌরভ গাঙ্গুলির ১৩ শূন্যকে।

(ঢাকাটাইমস/০৫আগস্ট/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :