শেরপুরে গণটিকা কর্মসূচির উদ্বোধন করেছেন মেয়র লিটন

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ আগস্ট ২০২১, ১৩:৪৩

সারাদেশের মতো শেরপুরে করোনার গণটিকা কর্মসূচি শুরু হয়েছে। শনিবার সকালে শহরের বটতলা এলাকার পৌরসভা কার্যালয়ে মেয়র গোলাম কিবরিয়া লিটন এ গণটিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।

প্রথম দফায় এ জেলার পাঁচ উপজেলার ৩৩ হাজার ৬০০ জনকে এ টিকা দেয়া হবে। জেলায় ৫২ ইউনিয়নে ২৫ বছর ও তার বেশি বয়সীরা এ টিকা পাবেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলার প্রতিটি ইউনিয়নে একটি করে কেন্দ্র ও তিনটি বুথ স্থাপন করা হয়েছে। সেখানে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর রেজিস্ট্রেশন করে তাৎক্ষণিকভাবে টিকা দেওয়া হচ্ছে। এছাড়া পৌর এলাকার প্রতি ওয়ার্ডে ২০০ জন টিকা নিতে পারবেন। আর ৫২ ইউনিয়নের প্রতিটি কেন্দ্র থেকে ৬০০ জন টিকা নিতে পারবেন।

এদিকে সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় টিকা গ্রহণকারীদের উপস্থিতি খুব একটা ছিল না। পরবর্তীতে বৃষ্টির তীব্রতা কমে এলে ভীড় বাড়তে থাকে।

টিকা গ্রহণকারী সামেদুল ইসলাম বলেন, সকালে বুথে এসে করোনার টিকা নিয়েছি এবং শারীরিকভাবে সুস্থ আছি।

(ঢাকাটাইমস/৭আগস্ট/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :