বোরহানউদ্দিনে মাদ্রাসা শিক্ষকের ঘরে চুরি

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ আগস্ট ২০২১, ১৩:০৮

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বাসায় সিঁধ কেটে চুরির অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত দেড়টার দিকে উপজেলার টবগী ইউনিয়নের দালালপুর গ্রামের মৌলভী বাড়িতে এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা এ সময় মোবাইল-স্বর্ণালংকারসহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে।

বাসার মালিক ও দক্ষিণ দালালপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা ওহিদুল্লাহ জানান ‘শনিবার রাত ১১টার দিকে বাসার সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়। আমিও রাতে ওষুধ খাওয়ায় চোখে বেশি ঘুম ছিল। মধ্যরাতে আমার স্ত্রীর ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুম ভেঙে যায়। তিনি খাট থেকে নেমে কিছুদূর যেতে না যেতেই চিৎকার চেঁচামেচি করে ওঠেন এবং আমি ঘুম থেকে উঠে দেখি মেঝেতে পুরো ঘরের মালামাল এলোমেলোভাবে পড়ে আছে। দুর্বৃত্তরা সিঁধ কেটে বাসায় ঢুকে মালামাল নিয়ে বাইরে থেকে ঘরের দরজা আটকে চলে গেছে। আমাদের চিৎকারে বাড়ির অন্য লোকজন এসে দরজা খুলে ভিতরে ঢুকে।’

ওহিদুল্লাহ জানান, দুর্বৃত্তরা দুই লাখ টাকার বেশি মালামাল নিয়ে যায়। এর মধ্যে ছিল তার একটি স্যামসাং মোবাইল ফোন, তিন ভরি স্বর্ণালংকারসহ নগদ দুই হাজার টাকা। এমন ঘটনায় আজকে আমার পুরো পরিবার অসহায় হয়ে পড়েছে। আমি স্থানীয় জনপ্রতিনিধিকে জানিয়েছি ও নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবো। এ ঘটনায় আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত চাই।‘

টবগী ইউনিয়নের চেয়ারম্যান কামরুল আহসান চৌধুরী বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ওই পরিবারকে থানায় একটি জিডি করতে বলেছি। স্থানীয় ইউপি সদস্যকে বলা হয়েছে তিনি ঘটনাস্থলে যাবেন। এছাড়া প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দুর্বৃত্ত চক্রকে খুঁজে বের করতে আমরা চেষ্টা চালাবো।’

(ঢাকাটাইমস/৮ আগস্ট,পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :