আওয়ামী লীগ সরকার গণমানুষের সরকার: শিল্পমন্ত্রী

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ আগস্ট ২০২১, ১৬:৪৪ | প্রকাশিত : ০৮ আগস্ট ২০২১, ১৬:২৪

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার গণমানুষের সরকার, গরিব-দুঃখীদের সরকার। জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এ দেশ এগিয়ে যাচ্ছে উন্নয়নের দিকে। উন্নয়নের ধারাকে অব্যহত রাখাতে দেশের প্রত্যেকটি রাস্তা সংস্কার করা হচ্ছে। যোগাযোগ ব্যবস্থা যতো উন্নত হবে দেশ ততো উন্নত হবে।

রবিবার দুপুরে স্থানীয় সাভারদিয়া মোড়ে জিসি-সাভারদিয়া আর অ্যান্ড এইচ সড়ক প্রশস্তকরণসহ মেরামত কাজ উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিল্পমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রিয়াজউদ্দিন। সঞ্চালক ছিলেন শুকুন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক কামাল।

এসময় আরও উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা প্রকৌশলী আবদুস সাকের, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বজুলুল হক বজলু, প্রেস ক্লাবের সভাপতি শ্যামল মিত্র, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান শফিকুল, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল আলম, স্থানীয় ইউপি সদস্য ওসমানগনী, ইউপি সদস্য জামাল উদ্দিন তুফানসহ উপজেলা আওয়ামী লীগের আন্যান্য নেতারা।

মন্ত্রী নূরুল মজিদ বলেন, ‘একটি এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে ওই এলাকার উন্নয়ন হয়।’ সরকারের উন্নয়ন কাজে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান মন্ত্রী।

প্রায় ছয় কিলোমিটার রাস্তার কাজে ব্যয় হবে প্রায় আট কোটি টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে সড়কটি প্রশস্তকরণসহ মেরামত কাজটি করছে মেসার্স শামীম কনস্ট্রাকশন।

(ঢাকাটাইমস/৮আগস্ট/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :