সিংড়ায় বঙ্গমাতার জন্মবার্ষিকীতে ছয় নারী পেলেন সেলাই মেশিন

প্রকাশ | ০৯ আগস্ট ২০২১, ১১:৫৬

নাটোর প্রতিনিধি,ঢাকাটাইমস

নাটোরের সিংড়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব’র ৯১ জন্মবার্ষিকী উপলক্ষে ছয়জন দুঃস্থ নারাীকে সেলাই মেশিন দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এসময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তথ্য ও যোগাযাগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লুৎফুল হাবিব রুবেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, সিংড়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমুখ। পরে ছয়জনকে সেলাই মেশিন দেওয়া হয়।

এর আগে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে উপজেলা কার্যালয়ে তার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

(ঢাকাটাইমস/৯আগস্ট/পিএল)