পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা: মাস্টারসহ দুইজন বরখাস্ত

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১০ আগস্ট ২০২১, ১৩:৩৬ | প্রকাশিত : ১০ আগস্ট ২০২১, ১৩:৩২

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মাসেতুর পিলারের সঙ্গে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কার ঘটনায় ফেরিটির ইনল্যান্ড মাস্টার অফিসার মো. দেলোয়ারসহ দুইজনকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া অন্যজন হলেন হুইল সুকানি মো. আবুল কালাম আজাদ।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) এক দপ্তর আদেশে তাদের বরখাস্ত করা হয়েছে।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনা তদন্তে বিআইডব্লিউটিসি’র পরিচালক (কারিগরি) মো. রাশেদুল ইসলামকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- বিআইডব্লিউটিসি'র জিএম (মেরিন) মুহাম্মদ হাসেমুর রহমান চৌধুরী, বিআইডব্লিউটিএর পরিচালক (নৌ সংরক্ষণ ও পরিচালন) মো. শাহজাহান, বিআইডব্লিউটিসি এজিএম (ইঞ্জিনিয়ার) মো. রুবেলুজ্জামান, বিআইডব্লিউটিসি'র এজিএম (মেরিন) মোহাম্মদ আলী।

আগামী তিন দিনের মধ্যে কমিটিকে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার সন্ধ্যায় পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয় ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এতে ২০ যাত্রী আহত হয়েছেন।

ঢাকাটাইমস/১০আগস্ট/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :