কুলিয়ারচরে লক্ষ্মীপুর স্কুল সভাপতির বিরুদ্ধে অনিয়মের তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ আগস্ট ২০২১, ২০:৪২ | প্রকাশিত : ১১ আগস্ট ২০২১, ২০:৩৯

শিক্ষক নিয়োগে অর্থ লেনদেন, মাধ্যমিক পরীক্ষার্থীদের ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়সহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে কিশোরগঞ্জের কুলিয়ারচরের লক্ষ্মীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল ইসলামের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। বেশ কিছুদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানটির সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করে আসছিলেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। এই নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এরপরই উপজেলা শিক্ষা কর্মকর্তা স্কুল কমিটির সভাপতির বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করেন।

কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়াছির মিয়া ঢাকা টাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ইয়াছির মিয়া বলেন, ‘যতটুকু জানতে পেরেছি স্কুল কমিটির সভাপতি নুরুল ইসলাম একসময় বিএনপি-জামায়াত করতেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ শুরু করেন। তবে দলে তার পদ-পদবি নেই। মানুষকে যতভাবে হয়রানি করা যায়, উনি সবই করেন। তিনি যে ধরনের কাজ করেন এগুলো আসলে দুঃখজনক। তার বিরুদ্ধে শিক্ষক নিয়োগে অর্থ লেনদেন, মাধ্যমিক পরীক্ষার্থীদের ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়, কারণ ছাড়াই শিক্ষকদের বেতন কেটে নেওয়াসহ অভিযোগের অন্ত নেই। সম্প্রতি এসব অভিযোগ উঠায় তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উপজেলা শিক্ষা অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি তদন্ত শুরু করেছেন। দ্রুতই তদন্ত শেষে প্রতিবেদন দেবেন।’

উপজেলা পরিষদের চেয়ারম্যান আরও বলেন, ‘এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপেক্ষিতে উপজেলা পরিষদ থেকে দুটি রাস্তার কাজ শুরু করেছিলাম। কিন্তু তিনি সেই রাস্তার কাজ বন্ধ করে দিয়েছিলেন। কারণ তাকে এই কাজের বিষয়টি জানানো হয়েছিল না। এটা আমার অপরাধ ছিল। এমনকি এই কাজ করতে এলাকায় দুটি মার্ডার পর্যন্ত হয়েছে। যার ইন্ধনদাতা ছিলেন এই নুরুল ইসলাম।’

উপজেলা শিক্ষা অফিসার আলতাফ হোসেন ঢাকা টাইমসকে বলেন, ‘ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠায় তদন্ত শুরু হয়েছে। এবিষয়ে পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।’

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, একসময় বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন নুরুল ইসলাম। কিন্তু ক্ষমতার পটপরিবর্তনে নিজেকে বদলে ফেলেছেন তিনি। আওয়ামী লীগের কোনো পদ-পদবি বাগাতে না পারলেও দলীয় প্রভাব ব্যবহারের অভিযোগ আছে তার বিরুদ্ধে। জনপ্রতিনিধি হতে দুইবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান/সদস্য পদে প্রার্থী হলেও একবারও জয়ী হতে পারেননি। অভিযোগ আছে, এলাকার উন্নয়ন কাজেও বাধা হয়ে দাঁড়িয়েছেন নুরুল ইসলাম। তার ইন্ধনেই লক্ষ্মীপুরের মাতুয়ারকান্দা থেকে লক্ষ্মীপুর বাজার পর্যন্ত সড়কের নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়।

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার লক্ষীপুর গ্রামে ১৯৪৭ সালে লক্ষ্মীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীদের অনেকে সরকারি-বেসরকারি বড় বড় পদে দায়িত্ব পালন করেছেন। নুরুল ইসলাম স্বনামধন্য এই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির পদে দায়িত্ব পাওয়ার পর নানা অনিয়ম শুরু হয়। বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা বিভিন্ন সময় নুরুল ইসলামের মাধ্যমে নানাভাবে নির্যাতিত হচ্ছেন। কিন্ত এসব বিষয়ে প্রকাশ্যে কেউ কথা বলতে সাহস পান না। বিশেষ করে নুরুল ইসলাম সভাপতির দায়িত্ব নেওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানটিতে অযোগ্যদের টাকার বিনিময়ে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, নুরুল ইসলামকে ঘুষ না দেওয়ায় অনেক শিক্ষার্থী উপবৃত্তির টাকা থেকে বঞ্চিত হয়েছেন।

১ নম্বর গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা শামসু উদ্দিন বলেন, ‘আমরা যখন দেশ স্বাধীনের জন্য বঙ্গবন্ধুর ডাকে প্রথম ভারতে গিয়ে যুদ্ধের ট্রেনিংয়ে গিয়েছিলাম, তখন তো নুরুল ইসলামকে দেখিনি। উনি কোথায় ট্রেনিং ও যুদ্ধ করেছেন সেটাও আমরা জানি না। হঠাৎই উনি নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেছেন। এলাকার সবাই জানেন উনি একজন ভুয়া মুক্তিযোদ্ধা। আমরা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে সরকারের কাছে আবেদন করেছি, তাকে যেন মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত না করা হয়।’

গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর প্রতিবেদককে বলেন, ‘উনি একসময় বিএনপি ঘরোয়ার মানুষ ছিলেন। পরবর্তী সময়ে সরকারি দলের সমর্থক হিসেবে যুক্ত হন। তবে আওয়ামী লীগে কোনো পদ-পদবিতে নেয় তিনি। সরকারি দলের সমর্থক হওয়ায় এলাকায় প্রভাব দেখান। তার অনিয়ম সম্পর্কে লোকমুখে অনেক কথার প্রচলন আছে।’

এসব বিষয়ে অভিযুক্ত লক্ষ্মীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি অভিযোগের বিষয়গুলো শোনার পর গ্রাম্য শালিশে আছেন জানিয়ে পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন। পরে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

(ঢাকাটাইমস/১১আগস্ট/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :