নারায়ণগঞ্জে পাঁচ হেফাজতকর্মী রিমান্ডে

প্রকাশ | ১২ আগস্ট ২০২১, ১৯:০৯

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

নারায়ণগঞ্জে রিসোর্টে হেফাজতের মহাসচিব মামুনুল হকের ‘নারী কেলেঙ্কারির’ ঘটনায় যুবলীগের বাড়িতে ও অফিসে ভাঙচুরের মামলায় জেলহাজতে থাকা পাঁচজন হেফাজতকর্মীকে এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিকালে আসামিদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম  মো. শাকিল আহাম্মেদ এ আদেশ দেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের এএসআই ফেরদৌসী বেগম।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- মো. টিটু হোসেন (৩২), মাসুদ কামাল (৪৩), এমদাদ হোসেন (৫২), মো. মিন্টু (২৮) ও মো. ফরিদ (৩৭)।

গত ৩ এপ্রিল হেফাজতের মহাসচিব মামুনুল হককে সোনারগাঁ রয়েল রিসোর্টে একজন নারীসহ আটকের ঘটনায় সোদিন হেফাজতে ইসলামের কর্মীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়কে আগুন দেয়। এছাড়াও অর্ধশতাধিক যানবাহন, আওয়ামী লীগ অফিস, যুবলীগ নেতার বাড়ি-অফিস এবং ছাত্রলীগের অফিস ভাঙচুর করা হয়। 

এ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শক্রতার জের ধরে সোনারগাঁয়ের যুবলীগের সভাপতি মো. রফিকুল ইসলামের বাড়িতে ও অফিসে  ভাঙচুর করা হয়। একইসঙ্গে তার বাড়িতে ঢুকে পাঁচ লাখ টাকার আসবাবপত্র ভাঙচুর করা হয়। এছাড়াও নগদ সাড়ে পাঁচ লাখ টাকা ও চার লাখ ৮০ হাজার টাকার স্বর্ণালঙ্কার নিয়ে যায়।

(ঢাকাটাইমস/১২আগস্ট/কেএম)