লক্ষ্মীপুরে অস্ত্র-গুলিসহ ‘সন্ত্রাসী’ গ্রেপ্তার

প্রকাশ | ১৩ আগস্ট ২০২১, ১৪:২৩

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

লক্ষ্মীপুরের রামগতির চরআবদুল্লাহ এলাকা থেকে একটি এলজি ও ১২টি কার্তুজসহ ইউসুফ আলী নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় আজিম উদ্দিন নামে আরো এক সন্ত্রাসী পালিয়ে যায় বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার খন্দকার মোঃ শামীম হোসেন।

গ্রেপ্তার ইউসুফ নোয়াখালীর চরজব্বরের চর ফানাউল্যাহ এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। তার সহযোগী অন্য সন্ত্রাসীদের গ্রেপ্তারের অভিযান চলছে বলেও জানান কমান্ডার খন্দকার মোঃ শামীম হোসেন।

তিনি আরও জানান, ইউসুফ ও তার সহযোগী আজিমউদ্দিনসহ সন্ত্রাসীরা নৌপথে ডাকাতি, জেলেদের অপহরণ, খুন ও চাঁদাবাজিসহ নানা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাদের অত্যাচারে অতিষ্ট ছিল এলাকার মানুষ। তাই তাদের ধরতে নানান স্থানে অভিযান চালায় র‌্যাব। গোপন সংবাদে চরআবদুল্লাহ এলাকায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এসময় এলাকার চিহিৃত সন্ত্রাসী ইউসুফকে গ্রেপ্তার করা হয়। অন্য সন্ত্রাসী আজিম পালিয়ে যায়। এসময় গ্রেপ্তার ইউসুফের কাছ থেকে একটি এলজি ও ১২টি কার্তুজ উদ্ধার করা হয়।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/পিএল)