বঙ্গবন্ধু স্মরণে পুলিশের তথ্যচিত্র

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ আগস্ট ২০২১, ১৬:২২ | প্রকাশিত : ১৫ আগস্ট ২০২১, ১৩:৫০

জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি তথ্যচিত্র প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ।

রবিবার প্রথম প্রহরে বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক ড. বেনজির আহমেদের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে ৪৯ সেকেন্ডের এ তথ্যচিত্র প্রকাশ করা হয়।

বাংলাদেশ পুলিশের ওই ভিডিওতে বলা হয়, হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে তুমি এনেছিলে স্বাধীনতা। তোমার সাহসী নেতৃত্বে আমরা পেয়েছি লাল সবেুজের পতাকা। বঞ্চিত শোষিত নিষ্পেষিত বাঙালির তুশি মহানায়ক। তুমি ছিলে বলেই মুক্ত আকাশে বুক ভরে নিঃশ্বাস নিয়ে বলতে পারি আমরা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। এত কিছু দিলে তুমি।

জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ও ১৫ আগস্ট এর সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ।

প্রসঙ্গত, স্বাধীনতা অর্জনের মাত্র চার বছরের মাথায় ১৯৭৫ সালের এই কালরাতে বাঙালি জাতির ইতিহাসে কলঙ্ক লেপন করেছিল সেনাবাহিনীর কিছু বিপথগামী উচ্ছৃঙ্খল সদস্য। ঘাতকের নির্মম বুলেটে সেদিন ধানমণ্ডির ৩২ নম্বর সড়কের ঐতিহাসিক ভবনে নিহত হয়েছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

সেদিন ঘাতকের হাতে প্রাণ হারান বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন নেছা মুজিব, ছেলে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল, রোজী জামাল, ভাই শেখ নাসের, কর্নেল জামিল। খুনিদের বুলেটে সেদিন প্রাণ হারান বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, শিশু বাবু, আরিফ রিন্টু খানসহ অনেকে। ওই সময় দেশে না থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা।

ভিডিওটি দেখতে ক্লিক করুন

ঢাকাটাইমস/১৫আগস্ট/কেএসআর/ইএস

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :