দেশসেরা কন্টেন্ট নির্মাতা শিক্ষক মঞ্জু রানী পালকে সংবর্ধনা

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ আগস্ট ২০২১, ১৯:৫১

নড়াইলের শিক্ষক মঞ্জু রানী পাল দেশসেরা ‘কন্টেন্ট নির্মাতা’ হিসেবে গৌরব অর্জন করেছেন। তার এই অর্জনে গৌরাবান্বিত নড়াইলের গোটা প্রাথমিক শিক্ষা পরিবার। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে সোমবার তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্তৃক পরিচালিত পোর্টালের পাক্ষিক সেরা কনটেন্ট নির্মাতা ক্যাটাগরিতে দেশসেরা নির্বাচিত হয়েছেন নড়াইল সদর উপজেলার গোবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জু রানী পাল।

গত ৩১ জুলাই রাতে এটুআই বিভাগ তাকে সেরা কনটেন্ট নির্মাতা হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। দেশের অন্যতম সর্ববৃহৎ শিক্ষা বিষয়ক ওয়েব পোর্টাল ‘শিক্ষক বাতায়ন’। জনপ্রিয় পোর্টাল ও ডিজিটাল শিক্ষাদান পদ্ধতির অন্যতম প্লাটফর্ম এটি।

মঞ্জু রানী পাল ২০১০ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের মাধ্যমে শিক্ষকতাজীবন শুরু করেন। তিনি ২০১১ সালে সিইনএড, ২০১৫ সালে বিএড এবং ২০১৯ সালে কৃতিত্বের সঙ্গে এমএড সম্পন্ন করেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, করোনার কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যখন সরাসরি পাঠদান বন্ধ রাখা হয়, সে সময় শিক্ষক মঞ্জু রানী পাল দেশের কোমলমতি শিক্ষার্থীদের কথা চিন্তা করে অনলাইনে ক্লাস নেওয়া শুরু করেন।

নিজ বিদ্যালয়, ঘরে বসে শিখি, নড়াইল অনলাইন প্রাইমারি স্কুল, বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক, ডিজিটাল অনলাইন প্রাইমারি স্কুল নড়াইল পেজসহ ১০টি অনলাইন পেইজে ক্লাস নিয়েছেন তিনি।

‘সেরা কনটেন্ট নির্মাতা’ ক্যাটাগরিতে দেশসেরা নির্বাচিত হওয়ায় জেলার সর্বপ্রথম শিক্ষক হলেন মঞ্জু রানী পাল। তিনি ২০২০ সালের ১৮ আগস্ট থেকে ‘শিক্ষক বাতায়ন’-এ নড়াইল জেলার অ্যাম্বাসেডরের দায়িত্বে নিয়োজিত আছেন।

মঞ্জু রানী পাল বলেন, ‘আমার এই প্রাপ্তি আমার চাকরিজীবনের সবচেয়ে বড় অর্জন। যারা শিক্ষক বাতায়নে কাজ করেন তারাই ভালোভাবে অনুভব করেন সেরা হওয়ার আনন্দ আর অনুভূতির জায়গাটি। আমার এই প্রাপ্তি আমাকে আগামী দিনে আরও ভালো কাজ করার ক্ষেত্রে অনুপ্রাণিত করবে।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :