দুই অতিরিক্ত ও সাত যুগ্মসচিবকে রদবদল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ আগস্ট ২০২১, ২১:১৪ | প্রকাশিত : ১৬ আগস্ট ২০২১, ২১:১২

জনপ্রশাসনে অতিরিক্ত সচিব পদমর্যাদার দুজন এবং যুগ্মসচিব পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুটি প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটির ম্যানেজার (অতিরিক্ত সচিব) মো. ফারুক আহমেদকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে বদলির আদেশাধীন রণজিত কুমার দাসকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শাহীন আরা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) এস এম এনামুল কবিরকে বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) মো. মহিদুল ইসলামকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব করা হয়েছে।

সামরিক ভূমি ও ক্যান্টমেন্ট অধিদপ্তরের পরিচালক (বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক হিসেবে বদলির আদেশাধীন) মো. আশরাফুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে সদ্য যোগদানকৃত যুগ্মসচিব মোহাম্মদ হুমায়ুন কবিরকে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব করা হয়েছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য (যুগ্মসচিব) মোহাম্মদ নাসির উদ্দিনকে সদস্য (যুগ্মসচিব) রাজউক হিসেবে দায়িত্ব পালনের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক (যুগ্মসচিব) মো. হামিদুল হককে স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব করা হয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগে সংযুক্ত যুগ্মসচিব মো. মুজিবুর রহমানকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/জেবি)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

ডিএমপির ছয় এডিসি-এসিকে বদলি

জিএমপির এডিসি খায়রুল আলমের রাজশাহীতে বদলির আদেশ বহাল, ২১ এপ্রিলের মধ্যে দায়িত্ব হস্তান্তর করতে হবে

নিজ বাহিনীতে ফিরে গেলেন র‌্যাব মুখপাত্র মঈন

চাকরি হারালেন এসপি শাহেদ ফেরদৌস, করেছিলেন যে অপরাধ

নির্দিষ্ট সময়ে উদীচীর অনুষ্ঠান শেষ না করা ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশ্নবিদ্ধ করা অনভিপ্রেত: ডিএমপি

পিআইবির পরিচালক হলেন কে এম শাখাওয়াত মুন

ডিএমপির দুই কর্মকর্তাকে বদলি

জীবন বীমায় নতুন এমডি, পরিচয় নিবন্ধনে নতুন ডিজি ও মহিলা সংস্থায় ইডি নিয়োগ

ঈদে মোটরসাইকেল নিয়ে ছুটিতে যেতে পারবেন না পুলিশ সদস্যরা

পেট্রোলিয়াম করপোরেশনের নতুন চেয়ারম্যান আমিন উল আহসান

এই বিভাগের সব খবর

শিরোনাম :