লাইভে এসে গলায় দড়ি দিয়ে অটোচালকের আত্মহত্যা

প্রকাশ | ১৭ আগস্ট ২০২১, ১৩:০২ | আপডেট: ১৭ আগস্ট ২০২১, ১৩:৪৩

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস

নিজ ফেসবুক আইডি থেকে লাইভে এসে সবার কাছে ক্ষমা চেয়ে এক পর্যায়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন সুমন মিয়া (৩৫) নামে এক অটোরিকশাচালক। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার গয়ঘর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুমন মিয়া ওই গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে। তিনি সিএনজি চালিত অটো চালানোর পাশাপাশি জাদু দেখাতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন তার আইডি থেকে লাইভে এসে সবার কাছে ক্ষমা চান। এক পর্যায়ে দড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মায়ের সঙ্গে জমি নিয়ে অভিমান করে পরিবারের সবার অজান্তে নিজ কক্ষে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সুমন। তার লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/পিএল)