ভ্যানচালককে নির্যাতনের অভিযোগে ইউপি সদস্য কারাগারে

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ আগস্ট ২০২১, ২১:৩১

নাটোরের সিংড়ায় মো. মিজু আহমেদ (২২) নামে এক ভ্যানচালককে বাঁশের খুঁটির সাথে বেঁধে বেধড়ক মারপিটের অভিযোগে ইউপি সদস্য ফজর আলীকে আটক করে কারাগারে পাঠিয়েছে আদালত।

আটক ফজর আলী উপজেলার তাজপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য ও খরসতি গ্রামের আবুল কালামের ছেলে। মঙ্গলবার ভোরে খরসতি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে ক্ষরসতি বাজারে ইউপি সদস্য ফজর আলীর দ্বিতীয় স্ত্রী রেখার মুদি দোকানে রুটি কিনতে যায় স্থানীয় ভ্যানচালক মিজু আহমেদ। এসময় ইউপি সদস্য ফজর আলী মিজুকে রড দিয়ে বেধড়ক মারপিট শুরু করেন। পরে বাঁশের খুঁটির সাথে বেঁধে পাশবিক নির্যাতন চালালো হয়। এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, এই ঘটনায় ইউপি সদস্য ফজর আলীসহ কয়েকজনের নামে থানায় মামলা হয়েছে। এখন পর্যন্ত ইউপি সদস্যকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :