হেফাজতকাণ্ডে আদালতে মুফতি আজহারুলের দায় স্বীকার

প্রকাশ | ১৮ আগস্ট ২০২১, ২২:৪৯

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

নারায়ণগঞ্জের সাইনবোর্ড মোড়ে তাণ্ডবের ঘটনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগরের সাংঠনিক সম্পাদক ও মারকাযুল হুদা মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি আজহারুল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার বিকালে জৈষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ কাউছার আলমের আদালতে আসামি মুফতি আজহারুল ইসলাম জবানবন্দি দেন।

বুধবার বিকালে বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

পুলিশ সুপার জানান, গত ২৮ মার্চ বেলা সাড়ে ১২টার দিকে এজাহার নামীয় ২৮ জন আসামিসহ অজ্ঞাত ৪০০/৫০০ জন।

সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ডস্থ চৌরঙ্গীপেট্রোল পাম্প থেকে মৌচাক পর্যন্ত মহাসড়ক এলাকায় হরতাল ও অবরোধে অংশ নেন। তারা একে অন্যের সহায়তায় ও প্ররোচনায় সরকারি কর্মচারীদেরকে জখম, যানবাহনে আগুন এবং ভাঙচুর করে।

(ঢাকাটাইমস/১৮আগস্ট/কেএম)