রূপগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্তরা পেলেন বিআরডিবির ঋণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ আগস্ট ২০২১, ১৮:৫২

করোনায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মধ্যে প্রধানমন্ত্রীর ঘোষিত এসএমই ঋণ সারাদেশে বিতরণ করছে বাংলাদেশে পল্লী উন্নয়ন বোর্ড। এরই অংশ হিসেবে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রণোদনা ঋণ বিতরণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার ঋণ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে পাঁচজনকে এক লাখ করে ঋণ দেয়া হয়। পর্যায়ক্রমে যাচাই বাছাই করে সকল ক্ষতিগ্রস্তদের মাঝে ৪% সুদে এ ঋণ বিতরণ করা হবে, যা ১৮ কিস্তিতে ২ বছরের মধ্যে পরিশোধ করতে হবে। সরকার এ খাতে বিআরডিবিকে ৩০০ কোটি টাকা দিয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ঋণের মাধ্যমে মাঠ পর্যায়ের পিছিয়ে পড়া ও ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র উদ্যোক্তারা কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারবে ।

বিআরডিবি ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোয় প্রধান অতিথি সরকার ও বিআরডিবিকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠান থেকে রূপগঞ্জ উপজেলার সফল কৃষকদের মধ্যে অপ্রধান শস্য প্রকল্প থেকে আদা, হলুদসহ বিভিন্ন ফসলের বীজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা শাহাজান ভুঁইয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. অলিউল্লাহ খান, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মনির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/বিইউ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :