পাবনায় দুই দিনে সাতজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, পাবনা
 | প্রকাশিত : ১৯ আগস্ট ২০২১, ২২:২৭

পাবনায় গত ৪৮ ঘণ্টায় করোনাভাইরাস ও উপসর্গে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ২০৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তারা মারা যান।

পাবনা জেনারেল হাসপাতালের পরিসংখ্যানবিদ সোহেল রানা জানান, হাসপাতালের করোনা ইউনিটে ৫৭ জন রোগী ভর্তি রয়েছেন। দুই দিনে হাসপাতালে করোনা উপসর্গে মারা গেছেন একজন। এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গে আক্রান্ত হয়ে মারা গেছেন দুজন।

উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন- জেলার আটঘরিয়ার এনামুল হকের স্ত্রী মনোয়ারা খাতুন (৬৮), ঈশ্বরদীর ১ জন, চাটমোহরের ১ জন করে মারা গেছেন।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনাভাইরাসে মারা যাওয়া চারজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পাবনা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা অংশুপ্রতী বিশ্বাস জানান, ৪৮ ঘণ্টায় পাবনার ১৬৮৯ জনের নমুনায় ২০৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এসময় মারা গেছেন ১ জন। শনাক্তের হার ১৩ দশমিক ৩০ শতাংশ। ১ লক্ষ ৪৫ হাজার ৫৫৬ জনের প্রাপ্ত ফলাফলে মোট শনাক্ত হয়েছে ১১ হাজার ৭৪৫ জন। মোট মৃত্যুবরণ করেছে ৪০ জন। সুস্থ হয়েছেন ৯ হাজার ৯০০ জন। প্রায় ১৫ শতাধিক রোগী বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। সংক্রমণের হার ৭ দশমিক ৯৬ শতাংশ। সুস্থতার হার ৮৪ দশমিক ৪৬ শতাংশ।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :