হেফাজতের ভারপ্রাপ্ত আমির মুহিবুল্লাহ বাবুনগরী

অনলাইন ডেস্ক
| আপডেট : ২০ আগস্ট ২০২১, ০০:১১ | প্রকাশিত : ১৯ আগস্ট ২০২১, ২৩:৫৮

হেফাজতে ইসলামের নতুন আমির নিযুক্ত হয়েছেন সংগঠনটির উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা মুহিবুল্লাহ বাবুনগরী।

সংগঠনটির মহাসচিব নুরুল ইসলাম জেহাদী বৃহস্পতিবার রাতে এ ঘোষণা দিয়েছেন।

প্রয়াত হেফাজত আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী ও মুহিবুল্লাহ বাবুনগরী সম্পর্কে মামা-ভাগ্নে। মুহিব্বুল্লাহ বাবুনগরী ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যানও ছিলেন। এর আগে আল্লামা আহমদ শফীর নেতৃত্বাধীন হেফাজতের কমিটিতে সিনিয়র নায়েবে আমির হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে মারা যান আল্লামা জুনায়েদ বাবুনগরী। ডায়াবেটিস ছাড়াও বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি।

জুনায়েদ বাবুনগরী ৫ মেয়ে ও এক ছেলের জনক ছিলেন। ১৯৫৩ সালের ৮ অক্টোবর চট্টগ্রামের ফটিকছড়ি থানার বাবুনগর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবুল হাসান ও মাতা ফাতেমা খাতুন। হারুন বাবুনগরী তার নানা।

ঢাকাটাইমস/১৯ আগস্ট/ইএস

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :