তাড়াশে হেরোইনসহ দুই কারবারি গ্রেপ্তার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ আগস্ট ২০২১, ১৪:২৯

সিরাজগঞ্জের তাড়াশে হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। শনিবার রাত আটটার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ৯ নম্বর সেতু এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুইটি মোবাইল ফোন ও নগদ দুই হাজার টাকাও উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার বর্ধনপুর গ্রামের আলতাফ মোল্লা ও জয়নাল। তাদের বিরুদ্ধে তাড়াশ থানায় একটি মামলা করা হয়েছে।

রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে সিরাজগঞ্জ র‌্যাব-১২ অ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

র‌্যাব জানায়, গোপন সংবাদে র‌্যাব-১২ এর সদর কোম্পানির আভিযানিক দল তাড়াশ থানাধীন ঢাকা রাজশাহী হাইওয়ে রোডে ৯ নম্বর সেতুর উপরে এক মাদক বিরোধী অভিযান চালায় তারা। অভিযানে এক কেজি হেরোইনসহ দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুইটি মোবাইল ফোন ও নগদ দুই হাজার টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলেন।

(ঢাকাটাইমস/২২আগস্ট/এসএ/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :