চাটমোহরে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ আগস্ট ২০২১, ১৬:২৩

পাবনার চাটমোহরে প্রায় ১৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন। রবিবার সকাল ১০টায় উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুণ্ডা হাটে অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম।

জানা গেছে, উপজেলার সবচেয়ে বৃহৎ অমৃতকুণ্ডা হাটে প্রকাশ্যে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরিফুল ইসলামকে সঙ্গে করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও সৈকত ইসলাম। এসময় জাল বিক্রেতারা পালিয়ে গেলেও প্রায় ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় পৌনে দুই লাখ টাকা। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।

(ঢাকাটাইমস/২২আগস্ট/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :