কুষ্টিয়ায় নদীভাঙা মানুষের মাঝে সহায়তা

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ আগস্ট ২০২১, ১৬:৫০

কুষ্টিয়ার হরিপুরে নদীভাঙা মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দেয়া হয়েছে। রবিবার দুপুরে হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শম্পা মাহমুদ ব্যক্তি উদ্যোগে নগদ অর্থ সহায়তা দেন।

এছাড়া ‘কুষ্টিয়া নারী বাতায়ন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও দেয়া হয় খাদ্য সহায়তা। নারী বাতায়নের সভাপতি সাফিনা আনজুম জনী ও তার সংগঠনের সদ্যসরা এসব সহায়তা দেন।

এসময় উপস্থিত ছিলেন- হাটশ হরিপুর ইউপি সদস্য তসলিম বিশ^াস, হাটশ হরিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম রুমী প্রমুখ।

উল্লেখ্য, ১৫ আগস্ট থেকে এ পর্যন্ত গড়াই নদীর পানি অস্বাভাবিকহারে বেড়ে যাওয়ায় কুষ্টিয়া শেখ রাসেল হরিপুর সংযোগ সেতু প্রতিরক্ষা বাঁধের পূর্ব প্রান্তে তিন দফায় প্রায় ৩০০ মিটার বাঁধ ভেঙে যায়। এতে নদীপারের বেশ কয়েকটি বসতবাড়ি বিলীন হয়ে যায়। ফলে এখানকার মানুষ বসতভিটা হারিয়ে অসহায় হয়ে পড়েছে।

(ঢাকাটাইমস/২২আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :