ঈশ্বরদীতে পদ্মায় ধরা পড়ল ৬০ কেজির ছুরি মাছ

প্রকাশ | ২২ আগস্ট ২০২১, ২২:৪৬ | আপডেট: ২২ আগস্ট ২০২১, ২২:৫১

বিশেষ প্রতিনিধি, পাবনা

পাবনার ঈশ্বরদীতে পদ্মায় এক জেলের জালে ধরা পড়েছে ৬০ কেজি ওজনের বিশাল আকৃতির ছুরি মাছ। শনিবার ভোরে পদ্মা নদীর সাঁড়াঘাট এলাকায় মাছটি ধরা পড়ে।

ঈশ্বরদী বাজারের মাছ বিক্রেতা আনোয়ার হোসেন বলেন, মাছটি বাজারের আড়ত থেকে ১৭ হাজার টাকায় কিনে নেন রুবেল হোসেন নামে এক মাছ ব্যবসায়ী।

মাছ ব্যবসায়ী রুবেল হোসেন জানান, মাছটি রূপপুর প্রকল্পের গ্রিন সিটি এলাকায় ২৫ হাজার টাকায় বিক্রি করেছেন তিনি।

ঈশ্বরদী উপজেলা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আনসারুল ইসলাম বলেন, ছুরি মূলত সামুদ্রিক মাছ। পদ্মা নদীতে পানি বাড়ার কারণে উজান থেকে আসা স্রোতে মাছটি হয়তো ভেসে এসেছে। মাছটি দেখার জন্য অনেক মানুষ ভিড় করেছেন বলেও জানান তিনি। মাছটি স্থানীয়ভাবে পাখি মাছ বলেও পরিচিত।

(ঢাকাটাইমস/২২আগস্ট/এলএ)