নাটোরে দুই ভুয়া র‌্যাব সদস্য আটক

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ আগস্ট ২০২১, ১৪:৩৪

নাটোরের বড়াইগ্রাম থেকে দুই ভুয়া র‌্যাব সদস্যকে আটক করেছে র‌্যাব-৫। রবিবার সন্ধ্যার পর উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- পাবনার সাথিয়া থানার হলুদঘর এলাকার সেলিম মোর্শেদ ও একই থানার গোপালপুর এলাকার এরশাদ আলী। তাদের কাছ থেকে র‌্যাব ও পুলিশের ভুয়া আইডি কার্ড, পুলিশ স্টিকারযুক্ত একটি মোটরসাইকেল, নগদ টাকা ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।

সোমবার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী জানান, গোয়েন্দা তথ্যে র‌্যাবের একটি দল রবিবার সন্ধ্যার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালায়। তারা জানতে পারেন যে, আটকরা নিজেদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের লোক বলে পরিচয় দেয়। উপজেলার জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক ও নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালুর কাছ থেকে প্রতারণাপূর্বক চাঁদা আদায় করে। পরে তারা গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালামের কাছেও চাঁদা দাবি করে। এরপর অভিযান চালিয়ে প্রমাণাদিসহ তাদের আটক করে র‌্যাব।

ঢাকাটাইমস/২৩আগস্ট/এসএ/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :