ঈশ্বরদীতে পিকআপচাপায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারীর

প্রকাশ | ২৩ আগস্ট ২০২১, ১৭:২৭ | আপডেট: ২৩ আগস্ট ২০২১, ১৭:২৮

নিজস্ব প্রতিবেদক, পাবনা

পিকআপ চাপায় রিয়া খাতুন (২০) নামে এক অন্তঃসত্ত্বা নারীর প্রাণ গেল। ঘটনাটি ঘটে পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সামনে সোমবার সকালে।
নিহত রিয়া খাতুন কুষ্টিয়া উপজেলার মিরপুর উপজেলার তালবাড়িয়া গ্রামের মৃদ্যুল আলীর স্ত্রী ও ঈশ্বরদী ইপিজেডের নারী শ্রমিক হিসেবে কাজ করত। তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিল। তার স্বামী বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক মৃদ্যুল আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
রূপপুর পুলিশ ফাঁড়ির এসআই (উপপরিদর্শক) জাহাঙ্গীর আলম জানান, সকালে মৃদ্যুল আলী তার স্ত্রী রিয়া খাতুনকে নিয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কাজে যোগদানের উদ্দেশে কুষ্টিয়া থেকে ঈশ্বরদী রওয়ানা হয়েছিলেন। পারমাণবিক পাওয়ার ঠিক আগ মুহূর্তে রূপপুরে পৌঁছালে একটি পিকআপ মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার স্ত্রী নিহত হয়। তার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এসময় স্বামী মৃদ্যুল গুরুতর আহত হয়। তাকে প্রথমে ঈশ্বরদী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন কর্তব্যরত চিকিৎসক।
তিনি আরও জানান, ঘটনার পর দ্রুত পিকআপচালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে পরিবারকে হস্তান্তর করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৩আগস্ট/এলএ)