অগণতান্ত্রিক সরকার হঠাতে ঐক্যবদ্ধ আন্দোলন দরকার: দুলু

প্রকাশ | ২৪ আগস্ট ২০২১, ২০:০৭

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সিংড়ায় বিএনপির সকল দুঃসময়ে হাল ধরেছেন মরহুম আবুল কালাম আজাদ। তার শূন্যতা পূরণ হবার নয়। ভোটবিহীন অগণতান্ত্রিক সরকার হঠাতে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। তবেই দেশে গণতন্ত্র ফিরে আসবে।
মঙ্গলবার বিকালে সিংড় উপজেলার রাখালগাছা মাদ্রাসা মাঠে বিএনপির আয়োজিত সাবেক সাংসদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম এ্যাডভোকেট আবুল কালাম আজাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীর দোয়া ও আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে নেতাকর্মীদের উদ্দেশ্যে দুলু এসব কথা বলেন।
উপজেলা বিএনপির আহবায়ক মজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন- থানা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ, যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, ঢাকার বিশিষ্ট শিল্পপতি আমিনুল ইসলাম কুহেল, পৌর বিএনপির আহবায়ক আলী আজগর খান, সদস্য সচিব তায়েজুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন, বিএনপি নেতা বোরহান উদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহবায়ক হাবিবুর রহমান প্রমুখ।
(ঢাকাটাইমস/২৪আগস্ট/এলএ)