ইতালি প্রবাসীদের ভোগান্তি নিয়ে আলোচনা

প্রকাশ | ২৫ আগস্ট ২০২১, ২১:৫৯

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস

রোমে বাংলাদেশি রাষ্ট্রদূত শামীম আহসান এবং ঢাকায় ইতালিয় রাষ্ট্রদূত এনরিকো নুনসিয়াতার মধ্যে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে ইতালিতে অবস্থানরত রাষ্ট্রদূত নুনসিয়াতা গত সোমবার (২৩ আগস্ট) রাজধানী রোমে বাংলাদেশ দূতাবাস পরিদর্শনে গেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশে আটকে পড়া ইতালি প্রবাসীদের দুর্দশার কথা তুলে ধরেন বাংলাদেশি রাষ্ট্রদূত। বৈঠকে দুই দেশের মধ্যকার কূটনৈতিক বিভিন্ন ইস্যুর পাশাপাশি চলমান ভ্রমণ নিষেধাজ্ঞার শিকার কয়েক হাজার ইতালি প্রবাসীর ভোগান্তির বিষয়টি আলোচনায় প্রাধান্য পায়।

ঢাকা ও রোমে সুনামের সঙ্গে দায়িত্বরত দুই শীর্ষ কূটনীতিকের মধ্যকার জনগুরুত্বপূর্ণ বৈঠকের সুফল হিসেবে চলতি আগস্ট মাস শেষে ইতিবাচক কিছুর আশা করছেন ভুক্তভোগীরা।

(ঢাকাটাইমস/২৫আগস্ট/কেএম)