যুবকের লাশ খুঁজতে গিয়ে ডুবরি সদস্যের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ আগস্ট ২০২১, ১৪:১২

দিনাজপুরের ঢেপা নদীতে নিখোঁজ যুবকের লাশ খুঁজতে গিয়ে আব্দুল মতিন (৪২) নামে ফায়ার সার্ভিসের এক ডুবরি সদস্যের মৃত্যু হয়েছে। তিনি রংপুর ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সের ডুবরি সদস্য ছিলেন।

শনিবার সকাল ৯টার দিকে দিনাজপুর সদরের নশিপুরের ঢেপা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি মূলত কাহারোল উপজেলার। নিখোঁজ যুবকের লাশ খুঁজতে সদর এলাকার ঢেপা নদীতে এ দুর্ঘটনা ঘটে। সকাল ৮টা থেকে ডুবরি দলের সদস্যরা নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধারে নামে। সকাল ৯টায় তিনি নদীতে দীর্ঘক্ষণ ডুবে থাকায় দলের অন্য সদস্যরা তাকে নদীর তলদেশে খুঁটিতে আটকা অবস্থায় উদ্ধার করে। পরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, ডুবরি দলের সদস্যের মৃত্যুর ঘটনা তিনি জানেন না। তবে, কান্তজিউ বিগ্রহ যাত্রাকালে শুক্রবার দুপুরে কাহারোল উপজেলার ভদ্র বাজার সংলগ্ন ঢেপা নদীতে সুমন দেব শর্মা নামে এক যুবক নিখোঁজ হয়।

স্থানীয়রা জানান, নিহত সুমন দেব শর্মা কাহারোল উপজেলার ৬ নম্বর রামচন্দ্রপুর ইউপির সুলতানপুর ভেন্ডাবাড়ি গ্রামের বিনয় দেব শর্মার ছেলে।

(ঢাকাটাইমস/২৮আগস্ট/এসএ/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :