ফেরির নামে ১৪৫ কোটি টাকা লুটপাটের বিচার চেয়ে বিক্ষোভ

প্রকাশ | ৩০ আগস্ট ২০২১, ১৯:৫৬

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস

গাইবান্ধার ফুলছড়ির বালাসীঘাট থেকে বাহাদুরাবাদঘাট পর্যন্ত ফেরি সার্ভিস চালুর নামে রাষ্ট্রীয় ১৪৫ কোটি টাকা অপচয়-লুটপাটের সঙ্গে জড়িতদের বিচার চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নাগরিক মঞ্চ গাইবান্ধার ডাকে ফুলছড়ি উপজেলার বালাসিঘাট এলাকায় এই মানববন্ধন হয়। 

মানববন্ধনে জেলা নাগরিক মঞ্চের জ্যেষ্ঠ সদস্য ওয়াজিউর রহমান রাফেল, সদস্য সচিব সিরাজুল ইসলাম বাবুসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাদের মধ্যে বক্তব্য দেন ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, জেলা জাসদের সভাপতি গোলাম মারম্নফ মনা, জাহাঙ্গীর কবীর তনু, অঞ্জলি রানী দেবী, আলমগীর কবীর বাদল, মঞ্জুর আলম মিঠু, হেদায়েতুল ইসলাম বাবু, নূর মোহাম্মদ বাবু প্রমুখ।

(ঢাকাটাইমস/৩০আগস্ট/কেএম)