নাটোরে প্যানেল মেয়রকে গ্রেপ্তারের দাবি ৭ কাউন্সিলরের

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ আগস্ট ২০২১, ২০:৫২

নাটোর পৌরসভার প্যানেল মেয়র ও ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরিফুর রহমান মাসুমকে সন্ত্রাসী উল্লেখ করে তাকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পৌরসভার সাতজন কাউন্সিলর। সোমবার দুপুরে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নান্নু শেখ বলেন, গত ২৪ আগস্ট পৌরসভা কার্যালয়ের ভিতরে প্যানেল মেয়র আরিফুর রহমান মাসুম ও তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা তার ওপর হামলা চালায়। এ সময় তাকে শারীরিকভাবে লাঞ্চিত করা হয়। প্রকাশ্যে এভাবে হামলা করায় তিনি নিজে বাদী হয়ে নাটোর থানায় একটি অভিযোগ দেন। এছাড়া বিভিন্ন সময়ে এই মাসুম পৌরসভায় অন্য কাউন্সিলরদের ওপর হামলা চালিয়েছেন এবং তাদের মারধর করেছেন। এরপরও তিনি মানববন্ধনসহ সংবাদ সম্মেলন করে কাউন্সিলরদের বিরুদ্ধে মিথ্যাচার করছেন।

নান্নু শেখ বলেন, ‘অন্যায় অত্যাচার সহ্য করতে না পেরে সব কাউন্সিলর একাত্মতা ঘোষণা করেছেন মাসুমের বিরুদ্ধে। মাসুমের এসব অন্যায়ের সঠিক তদন্ত করে মাসুমকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।’

সংবাদ সম্মেলনে ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহিমা খাতুন, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরজু শেখ, ১,২,৩ সংরক্ষিত ওয়ার্ডের কামরুন নাহার, ৪, ৫ ও ৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর কোহিনুর বেগম পান্না এবং ৭, ৮ ও ৯ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর রেবা বেগমসহ ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নান্নু শেখ ওয়ার্ডবাসী উপস্থিত ছিলেন।

প্যানেল মেয়র ও ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরিফুর রহমান মাসুম বলেন, ‘নান্নুকে মারধরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা-বানোয়াট। তার এলাকার এক মহিলার জায়গা তিনি জবরদখল করে নিতে চান। এমন ঘটনাসহ নান্নু শেখের বিভিন্ন দুর্নীতির বিষয়ে প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে মিথ্যাচার করছেন নান্নু। যারা আমাকে ভোট দিয়ে প্যানেল মেয়র বানিয়েছেন তারা অবৈধ সুবিধা পাওয়ার জন্য আমার বিরুদ্ধে মিথ্যাচার করছেন।’

মাসুম বলেন, ‘আমি বিএনপি-জামায়ত জোট সরকারের সময় থেকে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়ে আসছি। আমার সুনাম ক্ষুন্ন করতে স্বার্থান্বেষী কয়েকজন জোট বেঁধে মিথ্যাচার করছেন।’

(ঢাকাটাইমস/৩০আগস্ট/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :