কুষ্টিয়ায় করোনায় আরও সাতজনের মৃত্যু

প্রকাশ | ৩১ আগস্ট ২০২১, ১০:১২

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

কুষ্টিয়ায় করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে হাসপাতালে ৮০ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৪৯ জন করোনায় এবং ৩১ জনের উপসর্গ রয়েছে।

পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় জেলায় ২৫৯ জনের নমুনা পরীক্ষা করে ৪৫ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৩৭ শতাংশ।

করোনা শুরুর পর এ পর্যন্ত জেলায় ৯৮ হাজার ৪৯ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৬ শত ৮৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ৮ শত ৩৪ জন। এখন পর্যন্ত জেলায় ৭২৪ জন রোগী মারা গেছে।

ঢাকাটাইমস/৩১আগস্ট/প্রতিনিধি/এমআর