কুষ্টিয়ায় কৃষক হত্যায় পাঁচজনের যাবজ্জীবন

প্রকাশ | ৩১ আগস্ট ২০২১, ১৬:৩০ | আপডেট: ৩১ আগস্ট ২০২১, ১৬:৩৯

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস

কুষ্টিযার দৌলতপুর থানার আব্দুল খান (৫৫) নামে এক কৃষককে হত্যার দায়ে পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুর ১টায় কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক তাজুল ইসলাম জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের নজরুল খানের ছেলে মজিবুল খান (৪৭), বাবু খানের ছেলে সাইফুল খান (৪২) ও সহোদর আরিফ খান (৩৭), ইনছার খানের ছেলে শফি খান (৪৩) এবং সন্তোষ মন্ডলের ছেলে আসাদুল হক (৩৬)।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৯ জুন রাত ২টার সময় দৌলতপুর উপজেলার বালিয়াসিসা গ্রামের নিজ ঘরে কৃষক আব্দুল হক খান ঘুমে থাকা অবস্থায় পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা সংঘবদ্ধ হয়ে ঘরে ঢুকে তাকে উপর্যুপরি ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে নাজমুল হক খান বাদি হয়ে দৌলতপুর থানায় ওই পাঁচ আসামির বিরুদ্ধে হত্যা মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে ২০১৪ সালের ১২ জুন এজাহার নামীয় আসামিদের রিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় দণ্ডবিধির ১৪৩/৪৪৮/৩০২/৩৪ ধারায় অভিযোগপত্র আদালতে দাখিল করে পুলিশ।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অনুপ কুমার নন্দী জানান, পুলিশের দেয়া তদন্ত প্রতিবেদনে বিজ্ঞ আদালত দীর্ঘ স্বাক্ষ্য শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে কৃষক আব্দুল হক খান হত্যাকাণ্ডে জড়িত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় একই পরিবারের দুই ভাইসহ পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৩১আগস্ট/কেএম)