ইসিতে সাংবাদিক হয়রানি, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১৮:৩২ | প্রকাশিত : ৩১ আগস্ট ২০২১, ১৭:০৬

নির্বাচন কমিশনের অসাধু কর্মকর্তাদের অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিক হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন পেশাদার সাংবাদিকরা।

মানববন্ধন থেকে সাংবাদিক নেতারা সাংবাদিক হয়রানিতে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন। একইসঙ্গে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের অধিকার আদায়ে চার দফা দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে ইসি বিটে কর্মরত গণমাধ্যম-কর্মীদের আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এসব দাবি জানানো হয়।

দাবিগুলো হচ্ছে: গত ২৯ আগস্ট ইসির গেটে সাংবাদিক হয়রানির ঘটনা তদন্তে নিরপেক্ষ কমিটি করতে হবে। সেখানে সাংবাদিক প্রতিনিধি রাখাতে হবে। হয়রানির ঘটনায় জড়িত ইসির কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের প্রত্যাহার করে শাস্তির আওতায় আনতে হবে।

নির্বাচন কমিশন বিটে কর্মরত সব গণমাধ্যম-কর্মীকে মুক্তভাবে নির্বাচন কমিশনের সংবাদ সংগ্রহ করার নিশ্চয়তা দিতে হবে। তাদের কোনো ধরনের হয়রানি করা যাবে না। নির্বাচন ভবনের সব জায়গায় যাওয়ার অনুমতি দিতে হবে।

সব ধরনের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। শুধু ঢাকার নির্বাচন ভবন নয়, ইসির জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তারাও সাংবাদিকদের হয়রানি করেন, নির্বাচন সংক্রান্ত সংবাদ সংগ্রহে সারাদেশে সাংবাদিক হয়রানি বন্ধ করতে হবে।

গণমাধ্যম কর্মীদের জন্য ইসির ভবনে অবাধ প্রবেশের অধিকার নিশ্চিত করতে হবে।

নির্বাচন কমিশনের কর্তকর্তাদের হাতে হয়রানির শিকার বাংলাদেশ প্রতিদিনের গোলাম রাব্বানি মানববন্ধনে বলেন, নির্বাচন কমিশনের বিভিন্ন দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় নির্বাচন কমিশনারসহ বিভিন্ন কর্মকর্তারা ফোন দিয়ে হুমকি দেন। এমন কী রুমে ডেকে নিয়ে চাকরি খাওয়ার ভয় দেখান। ইসি ভবনে প্রবেশের সময়ে পুলিশ দিয়ে নানাভাবে হয়রানি করা হয়। এমন কী নির্বাচন কমিশনের গাড়ি চালকরাও সাংবাদিকদের সঙ্গে খারাপ ব্যবহার করেন।

তিনি অভিযোগ করেন, অর্থ লুট ও অনিয়মের সংবাদ প্রকাশ করার কারণে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) সব গণমাধ্যম কর্মীদের প্রবেশ বন্ধ করে দেয়া হয়েছে। ওই ভবনে প্রবেশ করতে গেলেও দায়িত্ব প্রাপ্ত পুলিশ সদস্যরা নানাভাবে হয়রানি করে। এমন কী ক্যামেরায় ছবি বা ভিডিও করতে গেলে অনেক সময় গায়ে হাত তোলেন আনসার সদস্যরা।

মানববন্ধনে বিএফইউজে (বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বর্তমান ও সাবেক নেতারা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএফইউজে কোষাধ্যক্ষ দীপ আজাদ, সিনিয়র সাংবাদিক লায়েকুজ্জামান, ডিইউজে প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আছাদুজ্জামান, নির্বাহী পরিষদ সদস্য রাজু হামিদ, সাবেক নির্বাহী পরিষদ সদস্য গোলাম মুজতবা ধ্রুব।

এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশের) সহ-সভাপতি রাশেদুল হক। ডিআরইউ সাধারণ সম্পাদক মশিউর রহমান খান, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুক্কর আলী শুভ, সাবেক সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম হাসিব। সাবেক ডিআরইউ নেতা শাহনাজ শারমিন, সচিবালয় বিটের সংগঠন বিএসআরএফ এর কার্যনির্বাহী সদস্য শাহজাহান মোল্লা ও ইসমাইল হোসেন রাসেল।

মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রতিদিনের সংবাদ সম্পাদক শেখ নজরুল ইসলাম। পরিচালনা করেন প্রতিদিনের সংবাদের সিনিয়র রিপোর্টার গাজী শাহনেওয়াজ।

ঢাকাটাইমস/৩১আগস্ট/এআর/ইএস

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

আরআরএফের সভাপতি মিজান, সম্পাদক নিশাত ও দপ্তর সম্পাদক মেহেদী

সাংবাদিক নেতা রমিজ খানের ইন্তেকাল, বিএফইউজের শোক

ঈদের ছুটি না পাওয়া গণমাধ্যমকর্মীদের যথাযথ সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

নড়াইল জেলা সাংবাদিক ইউনিটি-ঢাকার নতুন কমিটি গঠন

সাংবাদিক মিনার মাহমুদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক সাব্বিরের ওপর নৃশংস হামলায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা

বাংলানিউজকর্মী মিথুনের ক্যানসার চিকিৎসায় এগিয়ে এলো বসুন্ধরা ফাউন্ডেশন

আজ ভোরের পাতা সম্পাদকের পিতার চতুর্থ মৃত্যুবার্ষিকী

সাংবাদিক মোহসিন কবিরকে মারধরের ঘটনায় ডিআরইউর প্রতিবাদ

এই বিভাগের সব খবর

শিরোনাম :