কবিতা

শেষে কোথা নিয়ে যাবে

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া
| আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ১৩:২৩ | প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৭

এ কেমন হৃদয় দিলে জাগে না সে প্রেমের সাড়ায়!

এ কেমন অশ্রু দিলে বুক জুড়ায় না জলের ধারায়!

এ কেমন বৃষ্টি দিলে বীজের বুকে জাগায় না প্রাণ!

এ কেমন ছন্দ দিলে তাল—লয়ে সে গায় না যে গান!

এ কেমন ভাই দিলে যে ভাইয়ের বুকে হানে ছুড়ি,

এ কেমন ভাষা দিলে কথায় তাতে নেই মাধুরি?

এ কেমন হাসি দিলে নিমেষে তার রেশটা মিলায়!

এ কেমন আশা দিলে হতাশাই দু:খ বিলায়।

এ কেমন কবি দিলে বলে না-যে আমার কথা!

কেবল কবি হবার জন্যে লেখে সে তার সব কবিতা।

এ কেমন বোধ দিলে যে বোধ হারিয় থাকি ঘোরে,

এ কেমন মেধা দিলে জেতে না যে যুক্তি-জোরে!

এ কেমন বাঁশি দিলে যেই বাঁশিতে কুৎসা ঝরে!

এ কেমন সখা দিলে পাই না আশিস তার অন্তরে!

এ কেমন লোভ দিলে হায় লাভের পাপে হলেম পাতক,

এ কেমন বঁধু দিলে বিশ্বাসে হয় প্রাণের ঘাতক।

এ কেমন হাত দিলে যে কসরতে হায় ভাত জোটে না,

এ কেমন ভাব দিলে যে ভাবের কলির ফুল ফোটে না!

এ কেমন ফুল দিলে যে পরাগ জুড়ে নেই যে সুবাস,

এ কেমন ব্যাধি দিলে ঘরে ঘরে জীবন বিনাশ!

এ কেমন প্রেম দিলে যে কোনোই মনে পায় না বাসা!

এ কেমন জল দিলে যে সাগর পানেও রয় তিয়াসা?

এ কেমন রূপ দিলে হায় খানিক বাদেই বলিরেখা!

এ কেমন পাঠ দিলে যে জীবন দানেও হয় না শেখা?

এ কেমন বোঁঝা দিলে পারি না আর বইতে কাঁধে!

এ কেমন মায়া দিলে মরীচিকার ধাঁধার ফাঁদে?

এ কেমন জীবন দিলে কলকাঠি রয় তোমার হাতে!

মাটির ঢিবিটার ভার বওয়াই রাখলে কেবল আমার খাতে।

এ কেমন জগত দিলে যেই জগতের সব অচেনা!

নিত্য দিনের ঘামের দামে শোধ হলো না কোনই দেনা।

এই যে কোথায় আসতে দিলে, অনিবার এই পরোয়ানা!

লোকান্তরে কোথায় যাবো; তুমিই জানো শেষ ঠিকানা।

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :