সিংড়ায় পৌর মেয়রের অনগ্রিড সোলার সিস্টেম স্থাপন

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৪

নবায়নযোগ্য শক্তি ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধকরণের লক্ষে নাটোরের সিংড়ায় ১৫ কিলো ওয়ার্ড অনগ্রিড সোলার সিস্টেম (নেট মিটারিং) ও লিথিয়াম ব্যাটারি ওয়ার্কসপ স্থাপন করা হয়েছে। এছাড়াও চলনবিলে ভ্রমণ পিপাসুদের জন্য একটি অত্যাধুনিক ইলেকট্রিক নৌকা চালু করা হচ্ছে।

বুধবার সকালে পৌর কমিউনিটি সেন্টারের ছাদে এই অনগ্রিড সোলার সিস্টেম স্থাপন কাজের উদ্বোধন করেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস।

পৌরসভা সূত্রে জানা গেছে, প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে জার্মানির জিআইজেড-এর টুমি প্রকল্পের আওতায় এর বাস্তবায়ন করছে সিংড়া পৌরসভা। আর এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও জাতীয় গ্রিডের উপর বিদ্যুতের চাপ কমবে।

স্থাপনকালে উপস্থিত ছিলেন- নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সহকারী জেনারেল ম্যানেজার মিজানুর রহমান, পৌর সচিব আব্দুল মতিন, সহকারী প্রকৌশলী নুরুল ইসলাম, প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর বিনায়ক চক্রবর্তী প্রমুখ।

(ঢাকাটাইমস/১সেপ্টেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :