গাজীপুরে ক্যান্সার-কিডনি রোগীদের মাঝে আর্থিক সহায়তা

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২১, ১৮:১১

গাজীপুরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের নাটমন্দিরে জেলা প্রশাসক ও জেলা সমাজসেবা কার্যালয়ে এসব চেক বিতরণ করেন প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

সহায়তা প্রাপ্তদের মধ্যে ১০৯ জন ক্যান্সারে, ৩৮ জন কিডনিতে, তিনজন লিভার সিরোসিসে, ৩৯ জন স্টোকে প্যারালাইজডে, ১৩ জন জন্মগত হৃদরোগী ও ১২ জন থ্যালাসেমিয়াসহ ২১৪ জন রয়েছেন। তারা প্রত্যেকে ৫০ হাজার টাকা করে মোট এক কোটি সাত লাখ টাকার চেক পেয়েছেন।

জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এসএম আনোয়ারুল কবির, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়াজউদ্দিন মিয়া, মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জিত কুমার মল্লিক বাবু, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক এটিএম তৌহিদুজ্জামান প্রমুখ।

(ঢাকাটাইমস/১সেপ্টেম্বর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :