চুয়াডাঙ্গার দর্শনায় ট্রেনে কাটা পড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

অনলাইন ডেস্ক
| আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৫ | প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২১, ২০:১২

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনায় ট্রেনে কেটে গনি ইয়ামিন (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।সে দর্শনার আনোয়ারপুর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

বৃহস্পতিবার দুপুরে দামুড়হুদা উপজেলার হঠাৎ পাড়া আনোয়ারপুর নামক স্থানে রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গনি ইয়ামিন দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলা গ্রামের আশরাফুল আলমের ছেলে।

জানা যায়, দুপুরে বাইসাইকেল যোগে খাবার খাওয়ার উদ্দেশ্য বাড়িতে যাওয়ার পথে হঠাৎ পাড়া রেল লাইন পার হওয়ার সময় ট্রেনে কেটে গুরুতর জখম হয় ওই মাদ্রাসা ছাত্র। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহবুবুর রহমান জানান, ট্রেনে কেটে বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ও শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছে। অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিক উদ্দিন জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঊর্ধ্বমুখী রকেট মেইল ট্রেনটি দর্শনা হঠাৎ পাড়া আনোয়ারপুর নামক স্থানে পৌছালে ট্রেনে কেটে ওই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়ু। তার মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/২সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :