পঞ্চগড়ে নারী-শিশুসহ ১১ রোহিঙ্গা আটক

প্রকাশ | ০২ সেপ্টেম্বর ২০২১, ২০:১৮

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস

পঞ্চগড়ে  নারী ও শিশুসহ ১১ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে জেলা সদরের পৌরভবন সংলগ্ন হানিফ পরিবহনের কাউন্টার থেকে তাদের আটক করা হয়। আটক রোহিঙ্গাদের মধ্যে দুই পরিবারের ছয় শিশু, দুইজন নারী এবং তিনজন পুরুষ।

আটকরা হলেন- কক্সবাজার পেশকারপাড়া বাজার এলাকার কবির হোসেন (২১), তার স্ত্রী জোবাইদা বেগম (২০), তাদের একমাত্র সন্তান সুমাইয়া (১), কক্সবাজার কুতুপালং ক্যাম্পের ফয়জুল ইসলাম (৩৯), তার চাচাতো ভাই আবু তাহের (২০), স্ত্রী রেনু আরা বেগম (৩০), তাদের পাঁচ সন্তান দ্বীন ইসলাম (১৫), উম্মে হাবিবা (১২), উম্মে কুলসুম (৯), উম্মে হারেজা (৬), নজরুল ইসলাম (৪)।

পুলিশ জানায়, দুইটি পরিবারের ১১ রোহিঙ্গা পঞ্চগড় থেকে কক্সবাজার কুতুপালং ক্যাম্পে যাওয়ার জন্য পরিবহন কাউন্টারে যান। তারা পঞ্চগড়ে এসে ঘুরাফেরা করেছিলেন। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া বলেন, ১১ রোহিঙ্গা পঞ্চগড় থেকে কক্সবাজার যাওয়ার জন্য টিকিট কাউন্টারে যান। তারা আপাতত থানায়ই রয়েছেন। যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।

(ঢাকাটাইমস/২সেপ্টেম্বর/এলএ)