গীতিকবি ড. মোহাম্মদ মনিরুজ্জামানের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ

ঢাবি প্রতিনিধি,ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩৯

দেশবরেণ্য ব্যক্তিত্ব, সৃজনশীল কবি, জনপ্রিয় ও কালজয়ী গীতিকার (গীতিকবি), বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, সব্যসাচী লেখক একুশে পদকপ্রাপ্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামানের আজ ১৩তম মৃত্যুবার্ষিকী।

আজকের এ দিনে ২০০৮ সালে তিনি ইন্তেকাল করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশাসনে দেশের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে এবং মহান মুক্তিযুদ্ধে তার রয়েছে অসামান্য অবদান। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ বহু গান ও কবিতা লিখেছেন তিনি। রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র, শিক্ষা ও সাহিত্য অঙ্গনে তাঁর ছিল সমান পদচারণা।

কবি মোহাম্মদ মনিরুজ্জামানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ যশোরে কবির মাজার জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এছাড়া কবির ওপর আলোচনাসভা, কবির রচিত কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এছাড়াও যশোরের বিভিন্ন সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন বরেণ্য এ কবি, গীতিকার ও শিক্ষাবিদকে তাঁর মৃত্যুবার্ষিকীতে স্মরণ করবে। কবি ড. মোহাম্মদ মনিরুজ্জামানের মৃত্যুবার্ষিকীতে তার স্ত্রী, ছেলে-মেয়ে, স্বজনেরা মরহুমের আত্মার মাগফেরাতের জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।

তিনি ১৯৮৭ সালে একুশে পদক ও ১৯৭২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার লাভ করেন।

(ঢাকাটাইমস/৩সেপ্টেম্বর/আরএল/কেআর)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :