মানতের মাংস ভাগাভাগি নিয়ে মসজিদে সংঘর্ষ, নিহত ১

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৭

কুষ্টিয়ার ঝাউদিয়া শাহী মসজিদে মানতের মাংস ভাগাভাগি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কবির (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

শনিবার দুপুরে জেলার সদর উপজেলার ঝাউদিয়া শাহী মসজিদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

নিহত কবির কুষ্টিয়ার ঝাউদিয়া গ্রামের মৃত মানা মিঞা খাঁর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মানতের জন্য শাহী মসজিদে চার কেজি মাংস বিতরণ করেন স্থানীয় এক কৃষক। পরে ওই চার কেজি মানতের মাংসকে ভাগাভাগি নিয়ে আসাদ গ্রুপ ও মুরাদ চৌধুরী গ্রুপের কথা কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে দুই গ্রুপের সংঘর্ষে ঘটে। কবির সংঘর্ষ ঠেকাতে এলে আঘাত তার কপালে লাগে এবং ঘটনাস্থলে তিনি মারা যান। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ইবি থানার পরিদর্শক (তদন্ত) আননুর জায়েদ জানান, মাংস ভাগাভাগি নিয়ে আসাদ ও মুরাদ গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। পরে ঠেকাতে এসে কবির মারাত্মক আহত হন এবং ঘটনাস্থলে মারা যান। এ বিষয়ে তিনজনকে আটক করা হয়েছে।

(ঢাকাটাইমস/৪সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :