সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বিষ দিয়ে মাছ ধরায় আটক ৩

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৪

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কুঞ্চি খালে বিষ দিয়ে মাছ ধরার সময় তিন জেলেকে আটক করেছে বন বিভাগ। রবিবার দুপুরে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

আটকরা হলেন- খুলনা জেলার কয়রা উপজেলার পূর্ব ঘড়িলাল গ্রামের আমিরুল মোল্লা, আবুল কালাম ও আব্দুর রহমান।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ জানান, শনিবার রাতে অভিযান চালিয়ে সুন্দরবনের কোবাদক স্টেশনের বন কর্মকর্তারা বিষ দিয়ে মাছ ধরার সময় তিন জেলেকে আটক করে। তাদের বিরুদ্ধে বনআইনে মামলা দিয়ে খুলনার কয়রার আদালতে সোপর্দ করা হয়েছে। কোবাদক ফরেস্ট স্টেশনটি খুলনার কয়রা উপজেলার মধ্যে হলেও সুন্দরবন সাতক্ষীরা রেঞ্চের আওতাধীন।

(ঢাকাটাইমস/৫সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :