দ্বিতীয় ডোজ: ফরিদপুরে ৮১ কেন্দ্রে গণটিকার কার্যক্রম শুরু

প্রকাশ | ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩৯ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৯

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

সারাদেশের মতো ফরিদপুরেও করোনা প্রতিরোধক ভ্যাক্সিনের দ্বিতীয় ডোজের গণটিকার কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার ফরিদপুরে সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখুন্ডা কলেজে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার।

জেলার নয় উপজেলায় একযোগে ৮১টি কেন্দ্রে চলছে এই কর্মসূচি। দ্বিতীয় পর্যায়ে গণটিকা প্রদান কার্যক্রমে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান জানান, দ্বিতীয় পর্যায়ের প্রথম দিনে ৪২ হাজার ২০০ ব্যক্তিকে দেওয়া হবে এই টিকা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ইউএনও মাসুদুল আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান বুলু প্রমুখ।

(ঢাকাটাইমস/৭সেপ্টেম্বর/পিএল)