দাম কমার শীর্ষে আইসিবি-৩য় এনআরবি মিউচুয়াল ফান্ড

প্রকাশ | ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৭টির বা ৪৪.৬৫ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে আইসিবি-৩য় এনআরবি মিউচুয়াল ফান্ডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের দিন সোমবার আইসিবি-৩য় এনআরবি মিউচুয়াল ফান্ডের ক্লোজিং দর ছিল ৭ টাকা ৬০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৭ টাকা ১০ পয়সায়।

অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫০ পয়সা বা ৬.৩২ শতাংশ কমেছে। এর মাধ্যমে আইসিবি-৩য় এনআরবি মিউচুয়াল ফান্ড ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রাইম-১ আইসিবিএ মিউচুয়াল ফান্ডের ৬.৩২ শতাংশ, ডরিন পাওয়ারের ৪.৯২ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৪.৪৯ শতাংশ, কেএন্ডকিউয়ের ৪.১৭ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৩.৯৮ শতাংশ, আসিবি এমপ্লয়িজ-১ মিউচুয়াল ফান্ডের ৩.৭০ শতাংশ, শ্যামপুর সুগারের ৩.৬৩ শতাংশ, বেক্সিমকো লিমিটেডের ৩.৫০ শতাংশ, এবং মুন্নু ফেব্রিক্সের ৩.৪৮ শতাংশ দর কমেছে।

ঢাকাটাইমস/৭সেপ্টেম্বর/এসকেএস