সাউথ বাংলা ব্যাংকের ৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রকাশ | ০৭ সেপ্টেম্বর ২০২১, ২০:০২ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২১, ২০:১৩

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান সাউথ বাংলা এগ্রিাকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে  ৪ শতাংশ নগদ ও ৪ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়া হবে।

মঙ্গলবার এসবিএসি ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২০ সালের সমাপ্ত বছরের এ লভ্যাংশের জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ২৮ সেপ্টেম্বর। এবং এজিএম  ঘোষণা করা হয়েছে ২১ অক্টোবর।

ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ২০১৯ সালে ছিল ১.৪১ টাকা এবং ২০২০ সালে ডিসেম্বর শেষে ইপিএস দাঁড়িয়েছে ১.৩৯ টাকা।

নিট সম্পদ মূল্য (এনএভি) ২০১৯ সালে ছিল ১২.২২ টাকা। ২০২০ সালে এনএভি বেড়ে দাঁড়িয়েছে ১৩.৫৯ টাকা।

(ঢাকাটাইমস/০৭সেপ্টেম্বর/এসকেএস)