আলফাডাঙ্গায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ২২:৫০ | প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২১, ২২:৪১

ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের চরনারানদিয়া গ্রামে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদ এলাহী।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, লবন ও সাবান। এসব বিতরণের সময় পাঁচুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মিজানুর রহমানসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইউএনও তৌহিদ এলাহী বলেন, ‘প্রতি বছরই মধুমতি নদী ভাঙনে নিঃস্ব হচ্ছে এ অঞ্চলের মানুষ। এদের মধ্যে দরিদ্রের সংখ্যাই বেশি। ভিটে-মাটি, ফসলি জমি হারিয়ে তারা আজ নিঃস্ব। প্রশাসনের সামর্থ অনুযায়ী সব সময়ই আমরা এসব এলাকার দরিদ্র মানুষের পাশে দাঁড়াই। সহযোগিতার চেষ্টা করি। আমি সচ্ছল মানুষদের আহ্বান জানাই তারাও যেন সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ায়।’

(ঢাকাটাইমস/৭সেপ্টেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :