চুয়াডাঙ্গায় পরিবহন ধর্মঘট স্থগিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৩:০৬ | প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১২:০৬

চুয়াডাঙ্গায় ৯ সেপ্টেম্বর থেকে ডাকা বাস ধর্মঘট স্থগিত করেছে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। গত মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আঞ্চলিক পরিবহন কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত ফলপ্রসূ হওয়ায় ৯ সেপ্টেম্বর থেকে তাদের ডাকা ধর্মঘট স্থগিত করা হয়েছে।

সভায় চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদরর দাবির আলোকে সিদ্ধান্ত হয়- সড়কে চলাচলরত অবৈধ যান নসিমন, করিমন, আলমসাধু যাত্রী বহন করতে পারবে না। ইজিবাইক একটি নির্দিষ্ট সীমার মধ্যে চলাচল করবে।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

এছাড়া সভায় চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান, সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাবিবুর রহমান লাভলু, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আলী রেজা সজল, সাধারণ সম্পাদক একেএম মঈন উদ্দিন মুক্তা, জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি সালাউদ্দীন, সাধারন সম্পাদক আবুল কালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক বদর উদ্দীন খান, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকন, জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি এম জেনারেল ইসলাম, জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রিপন মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে ওই দিন সকালে চুয়াডাঙ্গার আঞ্চলিক ৫টি সড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করে চুয়াডাঙ্গা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এছাড়া গত সোমবার এক সংবাদ সম্মেলনের আয়োজনও করা হয়। সেখান থেকেই আগামী ৯ সেপ্টেম্বর থেকে জেলায় বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়।

(ঢাকাটাইমস/৮ সেপ্টেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :