কবিতা

বিদ্রোহী কবি'র প্রতি বিনম্র শ্রদ্ধা

প্রকাশ | ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪৯

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া

তোমার দ্রোহের আগুনে হে কবি,‘সর্বহারা’কে জাগালে,

বিষের বাঁশি’র সুর ঝংকারে রক্তে আগুন লাগালে।

‘অগ্নি বীণা’র ঝংকারে কতো হৃদয়ে তুললে  তুফান,

কতো জালিমের কারার কপাট ভেঙ্গেছে ‘ভাঙার গান’।

তোমার কলম ঝরালো আগুন,চাইলো ‘সাম্যবাদ’,

মজলুমদের হুংকারে জাগে জুলুমের প্রতিবাদ।

তোমার কাব্য রণ হুংকারে বাধার পাঁচিল ভেঙ্গেছে?

নতুন দিনের অরুণিমা রাগে হতাশাও রঙে রেঙেছে।

কুলি মজুর আর মেহনতি মানুষ সকলেরই হলে সখা,

তাঁদের শ্রমের ঘামের কালিতে  তোমার কাব্যলেখা।

কবিতা, নাটক, নভেলে ও গানে; হে কবি  সব্যসাচী,

তোমার মন্ত্রে রণাঙ্গনের  মৃত্যুপুরীতে  বাঁচি। 

মানবতা , প্রেম, বিদ্রোহ,  আর  সাম্য, মৈত্রী বাঁধনে,

অচেতন  জাতি জেগেছে  তোমার  বাণির উজ্জীবনে।

গর্বের   শির খর্ব  না করে  ছিলে উন্নত শির,

মাতৃভূমির মায়ায় ভেঙ্গেছো জালিমের জিঞ্জির। 

কলমের ঘায়ে,  গীত  মূর্ছনায় ডিঙ্গিয়ে সকল বাধা,

তোমার  কবিতা ভুলিয়ে দিয়েছে  ভূখা-নাঙ্গাদের কাঁদা। 

 

সঞ্চিত ধনে বঞ্চিতদের চেয়েছো অংশ  ন্যায্য,

নইলে করেছো মজুদদারকে সে সমাজ থেকে ত্যাজ্য।

মানুষে  মানুষে ভেদাভেদ  মুছে বুকের আলিঙ্গনে,

জড়ায়ে  দিয়েছো পরস্পরকে মানবিক সম্মানে।

 

পরাধীন জাতি  তোমার মন্ত্রে মাশাল জ্বালালো মিছিলে,

মুক্তির কোটি বহ্নিশিখা  হৃদয় পঞ্চশিলে।  

বেনিয়ার বুকে জ্বালিয়ে দিয়েছো  গগণ বিদারী ত্রাস,

তাদের সর্বনাশের  চিতায় করেছো  জয়োল্লাস।

তোমার মন্ত্রে  তাদের  দর্প  দহনে হয়েছে চূর,

স্বাধীনতাকামী  মানুষের হাতে কাবু  পুরা দস্তুর।

গেয়েছো তুমি জীবনের গান যৌবনের আখ্যানে,

ম্রীয়মান বুকে মন্ত্র ঢেলেছো মুক্তির জাগরণে।

কন্যা জায়া জননীকে দিলে  স্বর্গের সম্মান,

নর-নারী মিলে গড়তে বলেছো জীবনের  উদ্যান।

 

ধর্ম বর্ণ  গোত্র  ও জাতের  সব ব্যবধান ঘুচালে, 

মমমতাময়ী  মায়ের এক আঁচলে  দু' ভা'য়ের  অশ্রু  মুছালে।

সঙ্গীতে তুমি নিয়ে এলে কতো মোহনীয় নব  যোজনা,

কতো রাগ  তাল তোমার হাতেই হয়েছে প্রথম সূচনা।

ইসলামি গানে তোমার তুল্য দ্বিতীয় কাউকে রাখো  নি,

রাধা ও শ্যামের  লীলার  ভজনে তেমনি তোমার লেখনি,

 

 

যে হাতে নিয়েছো বন্দুক তুলে, সে হাতে নিয়েছো কলম,

যুদ্ধ এবং শান্তিতে ছিলে নিপীড়িতদের মলম।

তোমার জীবন  বিলিয়ে দিয়েছো  নির্যাতিতের জন্য,

তুমি আমাদের 'জাতীয়  কবি', বাঙালি  তাতে ধন্য।

তুমি আমাদের  বিদ্রোহ-প্রেমে  নিত্য  রয়েছো  মিশে,

তোমার মন্ত্রে  মিলবে  মুক্তি  স্বাধীন  বাংলাদেশে।

তোমার  বাণির  উজ্জিবনী  হৃদয়ে ধারণ করে,

মুক্তির স্বাদ  বিলাবো আমরা  বাংলার ঘরে ঘরে।

তুমি আমাদের  প্রেরণার  কবি; এই কথা নির্ভুল,

ভক্তিভরে  শ্রদ্ধা জানাই;  বিদ্রোহী  কবি  নজরুল।