৪২তম বিসিএসের চূড়ান্ত ফল, নিয়োগ পাচ্ছেন ৪ হাজার চিকিৎসক

প্রকাশ | ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

৪২তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ২২ জন। এর মধ্যে চার হাজার চিকিৎসককে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পিএসসির বিশেষ সভা শেষে এই ফল প্রকাশ করা হয়।

পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন গণমাধ্যমকে বলেন, বিকালে পিএসসির বিশেষ সভা শেষে ফল প্রকাশের সিদ্ধান্ত হয়। এই বিশেষ সভায় ৪২তম বিশেষ বিসিএসের ফলাফল অনুমোদন দেওয়া হয়।

কোভিড ১৯-এ আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিতে জরুরি প্রয়োজনে দুই হাজার চিকিৎসক নেওয়ার জন্য গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়। পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে বিজ্ঞাপিত দুই হাজার পদের সঙ্গে অতিরিক্ত আরও দুই হাজার পদ যোগ করে মোট চার হাজার পদে সুপারিশের জন্য অধিযাচন পাঠানো হয়।

গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় (লিখিত টাইপ) ৩১ হাজার জন চিকিৎসক অংশ নেন।

পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ এই বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ২২ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সরকারের ইচ্ছা দ্রুত সময়েই এই চিকিৎসকদের নিয়োগপ্রক্রিয়া শেষ করে তাদের পদায়ন করা। এ বিষয়েও সরকারের বিভিন্ন দপ্তর কাজ করে যাচ্ছে।

ঢাকাটাইমস/০৯সেপ্টেম্বর/ইএস