নতুন নিয়মে কনস্টেবল নিয়োগে অনলাইনে আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১২:২৫ | প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৫
ফাইল ছবি

নতুন নিয়মে বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগে অনলাইনে আবেদন শুরু হয়েছে গতকাল ১০ সেপ্টেম্বর। চলবে ৭ অক্টোবর পর্যন্ত।

ইতিমধ্যে বাংলাদেশ পুলিশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জনবল নেওয়া হবে।

আবেদনের জন্য যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস হতে হবে। ন্যূনতম জিপিএ ২ দশমিক ৫ থাকতে হবে। অবিবাহিত এবং বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। এতে নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

আগ্রহী প্রার্থীর বয়স ২০২১ সালের ৭ অক্টোবর হিসাবে ১৮-২০ বছরের মধ্যে হতে হবে। তবে ২০২০ সালের ২৫ মার্চ যাদের বয়স ২০ হয়েছে তারাও আবেদন করতে পারবেন।

পদটিতে আবেদনের জন্য শারীরিক মাপ, অনলাইনে আবেদনের নিয়মাবলির বিস্তারিত, নির্বাচন পদ্ধতি, প্রয়োজনীয় সনদপত্রের বিবরণ, প্রশিক্ষণ ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত জানা যাবে বিজ্ঞপ্তিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.police.gov.bd।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা http://police.teletalk.com.bd -এ ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

চাকরির খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :